জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ভয়াবহ পরিণতি আসবে: হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে গাজা—এমন সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় এক বক্তব্যে কাৎজ বলেন, “আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি—যদি হামাস বন্দি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে গাজায় নরকের দরজা খুলে যাবে। প্রতিটি কথার পেছনে বাস্তবতা রয়েছে।”
তিনি জানান, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজায় পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমরা জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হামাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা প্রতিক্রিয়া দেখাব, যতক্ষণ না বন্দিরা মুক্তি পায়। প্রয়োজনে আমরা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।”
ইসরায়েলের দাবি, বর্তমানে গাজায় অন্তত ৫০ জন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
এই হুঁশিয়ারির মধ্যেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরালো হচ্ছে। আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদি সমাধান আলোর মুখ দেখেনি।