ব্রেকিং নিউজ :
ঢাকায় একদিনে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় তেজগাঁও, কলাবাগান, মিরপুর, ধানমন্ডি, কাফরুল ও ডেমরায় এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মকছেদুর রহমান মোল্লা, মুন্সিগঞ্জের শ্রীনগরের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হুদা লালু, যুবলীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ ছাত্রলীগের কয়েকজন সক্রিয় সদস্য।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করা, হঠাৎ মিছিল বের করে জনমনে আতঙ্ক ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।