ব্রেকিং নিউজ :
তারেক রহমানের দাবি— দেশে গণতন্ত্রের ঘাটতি সহনশীলতা নষ্ট করছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র অনুপস্থিত থাকায় সমাজে অসহিষ্ণুতার প্রবণতা বাড়ছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি প্রাণী প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে পশু-পাখি সুরক্ষায় বিদ্যমান আইন সংশোধন করা হবে। তবে শুধু আইন নয়, জীববৈচিত্র্য রক্ষায় প্রত্যেক নাগরিকের সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মানুষের পশুত্ব পরিহার করার মধ্য দিয়েই প্রকৃত মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। মানুষের অধিকার সুরক্ষিত হলে পশু-পাখির অধিকারও নিশ্চিত হবে।