ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

দেউলিয়ার পথে ১২ ব্যাংক, ঝুঁকিতে আরও ১৫

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

বাংলাদেশের ব্যাংক খাত ভয়াবহ সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়ার পর্যায়ে এবং আরও ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল অবস্থায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে লুটপাট ও অনিয়মের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা মোট ঋণের ৩০-৪০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর ঝুঁকি রয়েছে।

সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এবং গবেষকরা বলেন, ব্যাংক খাতে সংস্কার হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তা স্থায়ী হয়নি। ফলে নতুন করে সংকট তৈরি হচ্ছে।

বক্তারা আরও জানান, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, যা পুনরুদ্ধার করা সম্ভব নয়। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট আরও দীর্ঘস্থায়ী হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
১২ বার পড়া হয়েছে

দেউলিয়ার পথে ১২ ব্যাংক, ঝুঁকিতে আরও ১৫

আপডেট সময় ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ব্যাংক খাত ভয়াবহ সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ১২টি ব্যাংক কার্যত দেউলিয়ার পর্যায়ে এবং আরও ১৫টি ব্যাংক অতিমাত্রায় দুর্বল অবস্থায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে লুটপাট ও অনিয়মের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা মোট ঋণের ৩০-৪০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর ঝুঁকি রয়েছে।

সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এবং গবেষকরা বলেন, ব্যাংক খাতে সংস্কার হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তা স্থায়ী হয়নি। ফলে নতুন করে সংকট তৈরি হচ্ছে।

বক্তারা আরও জানান, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, যা পুনরুদ্ধার করা সম্ভব নয়। এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট আরও দীর্ঘস্থায়ী হবে।