ব্রেকিং নিউজ :
দেশে করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল ৪ জুলাই সকাল ৮টা থেকে আজ ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্তের হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৯ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ।