ব্রেকিং নিউজ :
ধর্ম যার যার, নিরাপত্তা সবার— বার্তায় তারেক রহমান
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা আমাদের সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ধর্ম সবার ব্যক্তিগত বিষয় হলেও রাষ্ট্রের নিরাপত্তা ও অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।
তারেক রহমান আরও বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও বন্ধুত্বের প্রতীক। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন, যাতে কোনো শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে না পারে।
ট্যাগস :
তারেক রহমান দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ রাজনীতি বিএনপি বিজয়া দশমী হিন্দু সম্প্রদায়