ব্রেকিং নিউজ :
ধূমপানের ফাঁদে জীবন ধ্বংস: কণ্ঠ খুললেন আরশ
অভিনেতা আরশ খান দীর্ঘ ১৯ বছর ধরে ধূমপানের ক্ষতিকর প্রভাবের শিকার হয়েছেন বলে স্বীকার করেছেন। নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, স্কুলজীবনে ফ্লেক্স করার জন্য ধূমপান শুরু করলেও এখন তা তার ফুসফুস প্রায় শেষ করে দিয়েছে।
তিনি জানান, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ ব্যবহার করেছিলেন। তবে ভেপে আরও ভয়াবহ ক্ষতি হয়েছে।
আরশ খান বলেন, “সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। এখন যারা নতুন করে ধূমপান শুরু করতে চাইছো, তারা সাবধান হও।” তিনি যোগ করেন, ভেপের ক্ষতি স্থায়ী এবং এর কোনো চিকিৎসা নেই।