“নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় নিজের অসহায়তা প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, “এই দুর্ঘটনার কোনো পূর্বাভাস ছিল না। আমরা নিজেরাই যখন উত্তর খুঁজে পাচ্ছি না, তখন নিহতদের স্বজনদের কীভাবে সান্ত্বনা দেব?”
তিনি আরও বলেন, “আমার বলার ভাষা নেই। এখনো হাসপাতালে প্রাণ হারাচ্ছেন অনেকে। মা-বাবারা এখনও তাদের সন্তানদের খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে, কিন্তু যারা চলে গেছে, তারা তো আর ফিরবে না।”
আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ করেন, কারণ এতে চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হতে পারে। সেইসঙ্গে তিনি সবার কাছে হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান।
এদিকে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে এখনো ৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান শেষ হয়।
সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন সব সরকারি-বেসরকারি ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।