ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

“নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় নিজের অসহায়তা প্রকাশ করেছেন।

সোমবার (২১ জুলাই) দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, “এই দুর্ঘটনার কোনো পূর্বাভাস ছিল না। আমরা নিজেরাই যখন উত্তর খুঁজে পাচ্ছি না, তখন নিহতদের স্বজনদের কীভাবে সান্ত্বনা দেব?”

তিনি আরও বলেন, “আমার বলার ভাষা নেই। এখনো হাসপাতালে প্রাণ হারাচ্ছেন অনেকে। মা-বাবারা এখনও তাদের সন্তানদের খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে, কিন্তু যারা চলে গেছে, তারা তো আর ফিরবে না।”

আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ করেন, কারণ এতে চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হতে পারে। সেইসঙ্গে তিনি সবার কাছে হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান।

এদিকে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে এখনো ৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান শেষ হয়।

সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন সব সরকারি-বেসরকারি ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
২৮ বার পড়া হয়েছে

“নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস

আপডেট সময় ১০:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় নিজের অসহায়তা প্রকাশ করেছেন।

সোমবার (২১ জুলাই) দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, “এই দুর্ঘটনার কোনো পূর্বাভাস ছিল না। আমরা নিজেরাই যখন উত্তর খুঁজে পাচ্ছি না, তখন নিহতদের স্বজনদের কীভাবে সান্ত্বনা দেব?”

তিনি আরও বলেন, “আমার বলার ভাষা নেই। এখনো হাসপাতালে প্রাণ হারাচ্ছেন অনেকে। মা-বাবারা এখনও তাদের সন্তানদের খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে, কিন্তু যারা চলে গেছে, তারা তো আর ফিরবে না।”

আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ করেন, কারণ এতে চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হতে পারে। সেইসঙ্গে তিনি সবার কাছে হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান।

এদিকে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে এখনো ৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান শেষ হয়।

সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন সব সরকারি-বেসরকারি ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।