ব্রেকিং নিউজ :
নেপালে কারাগারে বিক্ষোভ, পালালেন অসংখ্য বন্দি
নেপালের ধনগড়ি কারাগারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা জেলের ভেতরে ভাঙচুর চালানোর পর বহু বন্দি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবর।
এই বিশৃঙ্খলার মধ্যেই নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রধান রবি লামিছানে কারাগার থেকে মুক্তি পান। বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভকারীরাই তাকে বাইরে নিয়ে আসেন।
আরএসএস নেতা এবং লামিছানের ঘনিষ্ঠ সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, লামিছানে এখন সম্পূর্ণ নিরাপদে আছেন।
ঘটনার সময় কিছু সমর্থক ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন, যেখানে দেখা যায়—লামিছানেকে ঘিরে সাধারণ মানুষ এবং পুলিশ দাঁড়িয়ে আছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন।