পটুয়াখালীর চারটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি
পটুয়াখালী জেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
ফলাফল অনুযায়ী, জেলার চারটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া মোট ১২ জন শিক্ষার্থীর সকলেই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
যে চারটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেগুলো হলো:
-
সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল
-
মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গার্লস স্কুল
-
দশমিনার পূর্ব আলীপুর হাই স্কুল
-
দুমকি উপজেলার জলিশা গার্লস স্কুল
এই চারটি বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি, যা জেলা জুড়ে শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান জানান, ফলাফলের ভিত্তিতে শিক্ষা বোর্ড থেকে নীতিমালার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা এলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর (২০২৫) পটুয়াখালী জেলার এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৫.৭২ শতাংশ।