ব্রেকিং নিউজ :
পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা নি’হ’ত
পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন সেনাসদস্য। শনিবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থলেই নিহত হন সেনারা। পাল্টা অভিযানে গুলি চালায় পাকিস্তানি সেনারা। এতে সন্ত্রাসী গোষ্ঠীর কমপক্ষে ১৩ সদস্য নিহত হয়। এ ছাড়াও গোলাগুলির মধ্যে পড়ে আহত হন চারজন সাধারণ নাগরিক।
পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা সেনাদের অস্ত্র এবং একটি ড্রোনও জব্দ করেছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।