ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

পুরস্কার না নিয়ে কবর খননকারীর জানাজায় ছুটলেন অভিনেতা খাইরুল বাশার

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবর খননকারী হিসেবে পরিচিত মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার ব্যস্ততা ছেড়ে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। ওইদিন সন্ধ্যায় রাজধানীতে একটি নাট্য পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, যেখানে তিনি সেরা নাট্য অভিনেতার পুরস্কার পেতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ এবং দাফনের কাজে সহায়তার জন্য নিজ এলাকা কিশোরগঞ্জে উপস্থিত হন।

দাফন সম্পন্ন করার পর খাইরুল বাশার মনু মিয়ার বাড়িতে যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রয়োজনে যেন তাকে ফোনে জানানো হয়, এমন বার্তাও দিয়ে আসেন।

নিজের ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে অভিনেতা লেখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর ডাকে সাড়া দিতে চান। হয়তো তাঁর সেই প্রার্থনা কবুল হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।”

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইরুল বাশার আরও বলেন, “মনু চাচা ছিলেন একজন সৎ, নির্মল হৃদয়ের মানুষ। আমি চেয়েছিলাম তাকে একটা ঘোড়া কিনে দিতে, কিন্তু তিনি রাজি হননি। এখন মনে হচ্ছে, সেই কথাটি রাখা হয়নি বলে আফসোস থেকেই গেল।”

জীবদ্দশায় মনু মিয়া প্রায় ৩,৫০০ কবর খনন করেছেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য তিনি নিজস্ব ঘোড়া ব্যবহার করতেন। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সময় তার প্রিয় ঘোড়াটি রহস্যজনকভাবে হত্যা করা হয়।

এমন একজন মানুষের মৃত্যুতে অভিনয়জগতসহ সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৪০ বার পড়া হয়েছে

পুরস্কার না নিয়ে কবর খননকারীর জানাজায় ছুটলেন অভিনেতা খাইরুল বাশার

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবর খননকারী হিসেবে পরিচিত মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার ব্যস্ততা ছেড়ে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। ওইদিন সন্ধ্যায় রাজধানীতে একটি নাট্য পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, যেখানে তিনি সেরা নাট্য অভিনেতার পুরস্কার পেতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ এবং দাফনের কাজে সহায়তার জন্য নিজ এলাকা কিশোরগঞ্জে উপস্থিত হন।

দাফন সম্পন্ন করার পর খাইরুল বাশার মনু মিয়ার বাড়িতে যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রয়োজনে যেন তাকে ফোনে জানানো হয়, এমন বার্তাও দিয়ে আসেন।

নিজের ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে অভিনেতা লেখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর ডাকে সাড়া দিতে চান। হয়তো তাঁর সেই প্রার্থনা কবুল হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।”

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইরুল বাশার আরও বলেন, “মনু চাচা ছিলেন একজন সৎ, নির্মল হৃদয়ের মানুষ। আমি চেয়েছিলাম তাকে একটা ঘোড়া কিনে দিতে, কিন্তু তিনি রাজি হননি। এখন মনে হচ্ছে, সেই কথাটি রাখা হয়নি বলে আফসোস থেকেই গেল।”

জীবদ্দশায় মনু মিয়া প্রায় ৩,৫০০ কবর খনন করেছেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য তিনি নিজস্ব ঘোড়া ব্যবহার করতেন। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সময় তার প্রিয় ঘোড়াটি রহস্যজনকভাবে হত্যা করা হয়।

এমন একজন মানুষের মৃত্যুতে অভিনয়জগতসহ সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।