ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

পুরস্কার না নিয়ে কবর খননকারীর জানাজায় ছুটলেন অভিনেতা খাইরুল বাশার

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবর খননকারী হিসেবে পরিচিত মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার ব্যস্ততা ছেড়ে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। ওইদিন সন্ধ্যায় রাজধানীতে একটি নাট্য পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, যেখানে তিনি সেরা নাট্য অভিনেতার পুরস্কার পেতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ এবং দাফনের কাজে সহায়তার জন্য নিজ এলাকা কিশোরগঞ্জে উপস্থিত হন।

দাফন সম্পন্ন করার পর খাইরুল বাশার মনু মিয়ার বাড়িতে যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রয়োজনে যেন তাকে ফোনে জানানো হয়, এমন বার্তাও দিয়ে আসেন।

নিজের ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে অভিনেতা লেখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর ডাকে সাড়া দিতে চান। হয়তো তাঁর সেই প্রার্থনা কবুল হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।”

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইরুল বাশার আরও বলেন, “মনু চাচা ছিলেন একজন সৎ, নির্মল হৃদয়ের মানুষ। আমি চেয়েছিলাম তাকে একটা ঘোড়া কিনে দিতে, কিন্তু তিনি রাজি হননি। এখন মনে হচ্ছে, সেই কথাটি রাখা হয়নি বলে আফসোস থেকেই গেল।”

জীবদ্দশায় মনু মিয়া প্রায় ৩,৫০০ কবর খনন করেছেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য তিনি নিজস্ব ঘোড়া ব্যবহার করতেন। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সময় তার প্রিয় ঘোড়াটি রহস্যজনকভাবে হত্যা করা হয়।

এমন একজন মানুষের মৃত্যুতে অভিনয়জগতসহ সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৫৮ বার পড়া হয়েছে

পুরস্কার না নিয়ে কবর খননকারীর জানাজায় ছুটলেন অভিনেতা খাইরুল বাশার

আপডেট সময় ১০:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবর খননকারী হিসেবে পরিচিত মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার ব্যস্ততা ছেড়ে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। ওইদিন সন্ধ্যায় রাজধানীতে একটি নাট্য পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল, যেখানে তিনি সেরা নাট্য অভিনেতার পুরস্কার পেতেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ এবং দাফনের কাজে সহায়তার জন্য নিজ এলাকা কিশোরগঞ্জে উপস্থিত হন।

দাফন সম্পন্ন করার পর খাইরুল বাশার মনু মিয়ার বাড়িতে যান এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি জানান, প্রয়োজনে যেন তাকে ফোনে জানানো হয়, এমন বার্তাও দিয়ে আসেন।

নিজের ফেসবুক প্রোফাইলে শোক জানিয়ে অভিনেতা লেখেন: “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলেছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর ডাকে সাড়া দিতে চান। হয়তো তাঁর সেই প্রার্থনা কবুল হয়েছে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।”

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইরুল বাশার আরও বলেন, “মনু চাচা ছিলেন একজন সৎ, নির্মল হৃদয়ের মানুষ। আমি চেয়েছিলাম তাকে একটা ঘোড়া কিনে দিতে, কিন্তু তিনি রাজি হননি। এখন মনে হচ্ছে, সেই কথাটি রাখা হয়নি বলে আফসোস থেকেই গেল।”

জীবদ্দশায় মনু মিয়া প্রায় ৩,৫০০ কবর খনন করেছেন। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য তিনি নিজস্ব ঘোড়া ব্যবহার করতেন। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা সময় তার প্রিয় ঘোড়াটি রহস্যজনকভাবে হত্যা করা হয়।

এমন একজন মানুষের মৃত্যুতে অভিনয়জগতসহ সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।