প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের চেষ্টা, কুড়িগ্রামে বিএনপি নেতাসহ ১১ জন গ্রেপ্তার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনৈতিক উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতির সময় আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রসহ ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী শহরের একটি পরীক্ষা কেন্দ্রসংলগ্ন বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও প্রশাসনের সূত্র জানায়, গ্রেপ্তারদের একজন মিনারুল ইসলাম, যিনি বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্য গ্রেপ্তাররা হলেন— রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল লতিফ, খামার নকুলা গ্রামের আহাদুজ্জামানের ছেলে শাহজামাল, কাজীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম, বাগডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে জান্নাতুন নাইম, ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বোয়ালভির গ্রামের মৃত নাজির হোসেন সিদ্দিকির ছেলে আরিফুজ্জামান সিদ্দিকি, মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশখালি গ্রামের আব্দুল মালেক মৃধার ছেলে হিমেল মাহমুদ, রাজৈর থানার টেকরহাট গ্রামের ইদ্রিস মোড়লের মেয়ে চামেলী আক্তার, আরাজিকোমরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন এবং চরদামাল গ্রামের ময়নাল হকের ছেলে আনেয়ার হোসেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের অনুলিপি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযান চলমান।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বলেন, আটকের বিষয়টি জানা গেছে এবং বর্তমানে সবাই থানার হেফাজতে রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও সদর উপজেলার মোট ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পরিদর্শক এবং কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।



















