ফরিদপুরে র্যাব সেজে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৫ দুর্বৃত্ত
ফরিদপুরের নগরকান্দা এলাকায় র্যাবের ছদ্মবেশে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, আটক ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। সম্প্রতি নগরকান্দার একটি মহাসড়কে চলন্ত একটি বাস থামিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে দুইজনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে তারা। ঘটনার পরপরই র্যাব সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
অতিরিক্ত ডিআইজি আরও জানান, ধৃত ব্যক্তিরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যার মামলা রয়েছে। এমনকি কারাগারে থাকাকালীনও তারা ডাকাতির পরিকল্পনা করেছে এবং জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে যুক্ত হয়েছে।
তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “র্যাব পরিচয়ে কেউ তল্লাশি বা অভিযান চালালে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন।”