ব্রেকিং নিউজ :
ফাইনালে টিকে থাকার লড়াই: কাল মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা
এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, দুবাইয়ে।
গ্রুপপর্বে ভালো পারফরম্যান্স করলেও সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দুদলই হেরেছে। শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তান ভারত কাছে পরাজিত হয়। ফলে এবার জয় ছাড়া অন্য কোনো পথ নেই।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ লড়াইয়ে সবকটিতেই জিতেছে শ্রীলঙ্কা, তাই মনোবলে এগিয়ে তারা। অন্যদিকে পাকিস্তান এবার ঘুরে দাঁড়াতে মরিয়া।
বর্তমানে পয়েন্ট তালিকায় ভারত ও বাংলাদেশ এগিয়ে রয়েছে। তাই কালকের ম্যাচ দুই দলের জন্যই ফাইনালে টিকে থাকার শেষ সুযোগ।