ফ্রান্সের ২১ শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন
ফ্রান্সের সেন্ট-ডেনিস শহরের টাউন হলে সোমবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হলো ফিলিস্তিনের পতাকা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।
মেয়র ম্যাথিউ হ্যানোটিন পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। মেয়র জানান, “এটি শুধু একটি পতাকা নয়, বরং ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সংহতির প্রতীক।”
ফ্রান্সের আইন অনুযায়ী বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ হলেও এই নিয়ম ভেঙে সেন্ট-ডেনিস উদাহরণ সৃষ্টি করেছে। এর প্রভাবে প্যারিসসহ অন্তত ২১টি শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলিত হয়।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমালোচনা করলেও কয়েকটি ইউরোপীয় দেশ ফ্রান্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের সাহসী ঘোষণা।