বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার বিএনপির
দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পরও বিএনপির লক্ষ্য একটাই— দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “একদলীয় শাসনের বিপরীতে বিএনপিই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আরও শক্তিশালী করা হবে।”
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, বহু বছরের সংগ্রামকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন, বিএনপি গত ১৫ বছরেও গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি। রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে পুনর্গঠনের জন্য দলটির ৩১ দফা ঘোষণা দেওয়া হয়েছে।
দীর্ঘ আট বছর পর এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হচ্ছে এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।