ব্রেকিং নিউজ :
বাংলাদেশে আসছে নতুন ব্যাংক, নাম কী হতে পারে জানুন
বাংলাদেশে ব্যাংক একীভূত হলে গ্রাহকদের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না, গ্রাহকের টাকা নিরাপদ থাকবে—এমন আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।
এছাড়া তিনি জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে কর্মীদের জাপানি ভাষা ও দক্ষতা অর্জন জরুরি। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে কাজের সুবিধার্থে ৩০০ গাড়ি কেনার অনুমোদন দেয়া হয়েছে।