বাংলাদেশে প্রথমবার পালিত হলো সিস্টিক ফাইব্রোসিস দিবস
বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস’। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় ব্যক্ষব্যাধি হাসপাতালে এ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে দ্যা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সেমিনারে বিশেষজ্ঞরা জানান, একসময় এ রোগকে শুধু ইউরোপীয়দের সমস্যা হিসেবে মনে করা হলেও বর্তমানে বাংলাদেশেও জন্মগতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রেই রোগটি অ্যাজমা, নিউমোনিয়া বা যক্ষার সঙ্গে মিশে যাচ্ছে।
চিকিৎসকরা অভিভাবকদের পরামর্শ দেন— শিশুদের ঘন ঘন কাশি, শ্বাসকষ্ট বা হজম সমস্যায় দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হতে। পাশাপাশি ডাক্তার ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরির গুরুত্বও তুলে ধরেন তারা।
সিস্টিক ফাইব্রোসিস একটি জিনগত ও প্রাণঘাতী রোগ, যা ফুসফুস, অগ্ন্যাশয়, লিভার ও হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। ইউরোপ ও আমেরিকায় তুলনামূলকভাবে বেশি হলেও এশিয়াতেও এর ঝুঁকি ক্রমেই বাড়ছে।