ব্রেকিং নিউজ :
বাংলাদেশ-আফগানিস্তান: টিকে থাকার শেষ লড়াই কাল
এশিয়া কাপে টিকে থাকতে হলে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে, রাত সাড়ে ৮টায়।
এখন পর্যন্ত গ্রুপ পর্বে বাংলাদেশ একটি জয় ও একটি হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে আফগানিস্তান ও শ্রীলঙ্কারও সমান ২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আছে তারা। তাই আফগানদের বিপক্ষে হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে লিটন দাসের দলকে।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাওহীদ হৃদয়ের জায়গায় আসতে পারেন অলরাউন্ডার সাইফ হাসান, রিশাদের বদলে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ, আর শরিফুল ইসলামের জায়গায় দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ।