ব্রেকিং নিউজ :
বিএনপি থেকে অনৈতিক আচরণের অভিযোগে তিন নেতা বহিষ্কার
দলের শৃঙ্খলা লঙ্ঘন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে, তারা হলেন:
-
গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,
-
নরসিংদী সদর উপজেলার আলোকবালিকা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার,
-
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশা।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন নেতার বিরুদ্ধে এমন কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে যা বিএনপির নীতিমালা, আদর্শ এবং সাংগঠনিক সংহতির পরিপন্থী। সেজন্য তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।