ব্রেকিং নিউজ :
বিয়ের পরিকল্পনায় সেমন্তী: আমার পছন্দ দেশি ছেলে
ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি জানিয়েছেন, এখন তার পছন্দ দেশি ছেলেই। একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা থাকলেও মত পরিবর্তন করেছেন তিনি।
সৌমি বলেন, “বিদেশিদের সঙ্গে মনের সংযোগ তৈরি হয় না। যতই ইংরেজি বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার মজা অন্যরকম।”
আগামী বছর বিয়ের পরিকল্পনা আছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, “ভালো একটা দেশি ছেলে দেখলেই বিয়ে করে ফেলব।”
রেস্টুরেন্টে ছবি তোলার অভিজ্ঞতা নিয়েও মজার মন্তব্য করেছেন সৌমি। তার মতে, অনেক সময় ওয়েটাররাই অসাধারণ ছবি তুলে দেন।