ভারতের আদালতের কড়া নির্দেশ: স্পষ্ট হাতের লেখায় প্রেসক্রিপশন দিতে হবে
ভারতের আদালত চিকিৎসকদের হাতের লেখা পাঠযোগ্য করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এক মামলার শুনানিতে প্রেসক্রিপশনে ডাক্তারদের অস্পষ্ট লেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই নির্দেশ দেয়।
ঘটনার সূত্রপাত হয় ধর্ষণ, প্রতারণা ও জালিয়াতির একটি মামলায়। সেখানে এক চিকিৎসকের প্রেসক্রিপশন এতটাই অস্পষ্ট ছিল যে আদালতের নজরে আসে বিষয়টি।
এ কারণে আগামী দুই বছরের মধ্যে সব সরকারি চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজের পাঠ্যক্রমে ভালো হাতের লেখা শেখানোর বিষয় যুক্ত করার পরামর্শও দেওয়া হয়। আদালত সতর্ক করেছে— ডাক্তারদের অস্পষ্ট লেখা রোগীর চিকিৎসায় ভয়াবহ ঝুঁকি ডেকে আনতে পারে।
উল্লেখ্য, একটি মার্কিন গবেষণায় বলা হয়েছে, প্রতি বছর অন্তত ৪৪ হাজার মানুষ চিকিৎসাগত ভুলে মারা যান। এর মধ্যে প্রায় সাত হাজার মৃত্যুর পেছনে দায়ী ডাক্তারদের অদৃশ্যমান হাতের লেখা।