ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

ভূত ও কালো জাদুতে বিশ্বাসী কাজল, শেয়ার করলেন গা শিউরে ওঠা অভিজ্ঞতা!

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন, অতিপ্রাকৃত বিষয় যেমন—ভূত, প্রেত, জ্বীন-পরী কিংবা কালো জাদুর প্রতি তার গভীর বিশ্বাস রয়েছে। এক ভয়াবহ অভিজ্ঞতার পর এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের একটি সংবাদমাধ্যমে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি আগে এসব বিষয়কে গুরুত্ব দিতাম না। ভৌতিক সিনেমা দেখতাম না, আর বোনকে বলতাম—ভয় পেতে চাইলে আমার কাছেই চলে আয়। আমি ফ্রিতেই ভয় দেখিয়ে দেবো!” যদিও তার বোন ভয়ের সিনেমায় আগ্রহী ছিলেন, কাজল ছিলেন পুরো বিপরীত।

তবে নিজের অভিজ্ঞতা বদলে দিয়েছে তার বিশ্বাস। কলকাতার আশেপাশে একটি পুরনো প্রাসাদে শুটিং করতে গিয়ে তিনি এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। “প্রাসাদের জানালার পাশে হঠাৎ দেখি একটি মাথার খুলি রাখা রয়েছে। আমাদের ইউনিটের কেউ সেটি রাখেনি,” বলেন তিনি।

এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। “একটি মেয়ে আমার কাছে এসে বলে, ‘আন্টি, আমি কমলালেবুর রস খেতে খুব ভালোবাসি।’ মেয়েটির পোশাক ও চেহারা ছিল পেত্নীর মতো। পরে খুঁজেও তাকে কোথাও পাইনি।”

কালো জাদু নিয়ে নিজের ধারণার বিষয়ে কাজল বলেন, “যদি আপনি আলোর অস্তিত্বে বিশ্বাস করেন, তবে অন্ধকারের উপস্থিতিও মেনে নিতে হবে। এমন সময় আসে, যখন আপনি নিজেই বুঝে যাবেন চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে।”

এমন অভিজ্ঞতার পর, অতিপ্রাকৃত জগৎ সম্পর্কে কাজলের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলেই জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
১২৬ বার পড়া হয়েছে

ভূত ও কালো জাদুতে বিশ্বাসী কাজল, শেয়ার করলেন গা শিউরে ওঠা অভিজ্ঞতা!

আপডেট সময় ১০:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বলিউড অভিনেত্রী কাজল জানিয়েছেন, অতিপ্রাকৃত বিষয় যেমন—ভূত, প্রেত, জ্বীন-পরী কিংবা কালো জাদুর প্রতি তার গভীর বিশ্বাস রয়েছে। এক ভয়াবহ অভিজ্ঞতার পর এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের একটি সংবাদমাধ্যমে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, “আমি আগে এসব বিষয়কে গুরুত্ব দিতাম না। ভৌতিক সিনেমা দেখতাম না, আর বোনকে বলতাম—ভয় পেতে চাইলে আমার কাছেই চলে আয়। আমি ফ্রিতেই ভয় দেখিয়ে দেবো!” যদিও তার বোন ভয়ের সিনেমায় আগ্রহী ছিলেন, কাজল ছিলেন পুরো বিপরীত।

তবে নিজের অভিজ্ঞতা বদলে দিয়েছে তার বিশ্বাস। কলকাতার আশেপাশে একটি পুরনো প্রাসাদে শুটিং করতে গিয়ে তিনি এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। “প্রাসাদের জানালার পাশে হঠাৎ দেখি একটি মাথার খুলি রাখা রয়েছে। আমাদের ইউনিটের কেউ সেটি রাখেনি,” বলেন তিনি।

এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। “একটি মেয়ে আমার কাছে এসে বলে, ‘আন্টি, আমি কমলালেবুর রস খেতে খুব ভালোবাসি।’ মেয়েটির পোশাক ও চেহারা ছিল পেত্নীর মতো। পরে খুঁজেও তাকে কোথাও পাইনি।”

কালো জাদু নিয়ে নিজের ধারণার বিষয়ে কাজল বলেন, “যদি আপনি আলোর অস্তিত্বে বিশ্বাস করেন, তবে অন্ধকারের উপস্থিতিও মেনে নিতে হবে। এমন সময় আসে, যখন আপনি নিজেই বুঝে যাবেন চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে।”

এমন অভিজ্ঞতার পর, অতিপ্রাকৃত জগৎ সম্পর্কে কাজলের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলেই জানান তিনি।