ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তায় ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) নতুন প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি প্রথমবারের মতো ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ইয়াল জামিরের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে কুপার লিখেছেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের পাশে থাকবে।
এ সময় তিনি ইসরায়েলের অন্যান্য নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। আলোচনায় ইরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা নিয়েও কথা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন অ্যাডমিরাল ব্র্যাড কুপার।