মনোনয়ন প্রত্যাশী কনক চাঁপা: সংস্কার আগেই বলেছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাতেই দেশের সংস্কারের মূল রূপরেখা তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির নেতা রুমানা মোর্শেদ কনক চাঁপা। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগকালে তিনি এ বক্তব্য দেন।
কনক চাঁপা বলেন, “বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার অনেক কিছুই আসলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই আছে। সেটি মনোযোগ দিয়ে পড়লেই সবাই বুঝতে পারবেন।”
তিনি আরও জানান, সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই কারণেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং এই আসন থেকে আবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।