ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে, পরিবার চাইলে মরদেহ নেওয়ার সুযোগ Logo জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আগামীকাল, হতে পারে সরাসরি সম্প্রচার Logo যুক্তরাষ্ট্রের মন্টানায় বন্দুক হামলায় ৪ জন নিহত Logo আগস্টের ৫ তারিখের আগেই প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা Logo মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ Logo কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ৬ জন প্রকৌশলী ও স্থপতিকে বরখাস্ত Logo রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত Logo শুধু নির্বাচিত সরকারেরই সংস্কারের অধিকার রয়েছে: ড. মঈন খান Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা Logo সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে বড় অঙ্কের জরিমানা

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মাহিনকে সোহাগ হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঘটনাটির পর রাজধানীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত আসামি মাহিন ও রবিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের শৈথিল্য না দেখায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৩১ বার পড়া হয়েছে

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মাহিনকে সোহাগ হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঘটনাটির পর রাজধানীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত আসামি মাহিন ও রবিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের শৈথিল্য না দেখায়।