ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মাহিনকে সোহাগ হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঘটনাটির পর রাজধানীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত আসামি মাহিন ও রবিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের শৈথিল্য না দেখায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৫৫ বার পড়া হয়েছে

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মাহিনের ৫ ও রবিনের ২ দিনের রিমান্ড

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিনের এবং তারেক রহমান রবিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মাহিনকে সোহাগ হত্যা মামলায় এবং রবিনকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঘটনাটির পর রাজধানীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র আইনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এজহারভুক্ত আসামি মাহিন ও রবিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আরও তথ্য জানার জন্য তদন্ত চলছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও মাথায় ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের শৈথিল্য না দেখায়।