যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক
যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের ভর্তি করা হয়েছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহতদের পরিচয় জানা গেছে—ভ্যানযাত্রী গাইবান্ধার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) এবং পথচারী জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে যশোরগামী একটি বাস মণিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার দূরে থাকা এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রতনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে নাজমুল দফাদারও মারা যান।
দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটিকে আটক করে এবং চালক আব্দুল গনিকে (৩৫) পুলিশের হাতে তুলে দেয়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। বাস ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।