যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ, ইসরায়েলকে ‘বাঁধা কুকুর’ বললেন খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের “দড়িতে বাঁধা কুকুর” হিসেবে অভিহিত করেছেন। বুধবার (১৬ জুলাই) এক ভাষণে তিনি এই মন্তব্য করেন, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থান তুলে ধরেন তিনি।
তিনি জানান, ইরান যেকোনো নতুন আগ্রাসনের মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে তেহরান যে জবাব দিয়েছে, তা তাদের সামর্থ্যের সবটুকু নয়। তার মতে, ইরানের হাতে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার ক্ষমতা আছে।
খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র এবং তার অনুগত ইহুদি রাষ্ট্রের মোকাবেলায় আমরা প্রস্তুত। আমাদের জাতি, সরকার ও সেনাবাহিনীর যে আত্মবিশ্বাস রয়েছে, সেটিই সবচেয়ে বড় শক্তি।” তিনি ইসরায়েলকে “একটি ক্যান্সার” বলেও উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রকে সেই অপরাধের সহযোগী হিসেবে দায়ী করেন।
তিনি আরও বলেন, “আমরা যুদ্ধকে স্বাগত জানাই না, তবে কেউ আঘাত করলে তার জবাব বিধ্বংসী হবে।”
এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথাও স্মরণ করেন খামেনি এবং সেটিকে তেহরানের সামরিক সক্ষমতার একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের ওপর পারমাণবিক চুক্তি নিয়ে চাপ বৃদ্ধি করেছেন, তবে তেহরান এখনো কঠোর শর্তে রাজি নয় বলে জানিয়েছে।