ব্রেকিং নিউজ :
যুদ্ধবিরতি আলোচনার আগেই ইসরায়েলের বড় পদক্ষেপ
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
তাদের দাবি, যেসব নেতাদের টার্গেট করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে হামাস পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসকে দমন করতে তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঘটনার কয়েকদিন আগে ইসরায়েলের সেনাপ্রধান বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছিলেন। এরপরই পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে, দেশটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছে।
এ হামলাকে কাতার ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।