ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ান ড্রোনে কাঁপল পোল্যান্ডের আকাশসীমা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ চালানোর সময় রাশিয়ার কয়েকটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব ড্রোন শনাক্ত করার পর সামরিক অভিযান শুরু হয়।

অপারেশনাল কমান্ড জানায়, অস্ত্র মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ড্রোনের সংখ্যা ও ধরন প্রকাশ করা হয়নি।

ঘটনার জেরে ওয়ারসা আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্তত তিনটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে পোল্যান্ড ও ন্যাটোর যৌথ বিমান মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পোল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় এ ধরনের আক্রমণ সরাসরি জোটের নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে ব্রিফিং পেয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
০ বার পড়া হয়েছে

রাশিয়ান ড্রোনে কাঁপল পোল্যান্ডের আকাশসীমা

আপডেট সময় ১২:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ চালানোর সময় রাশিয়ার কয়েকটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব ড্রোন শনাক্ত করার পর সামরিক অভিযান শুরু হয়।

অপারেশনাল কমান্ড জানায়, অস্ত্র মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ড্রোনের সংখ্যা ও ধরন প্রকাশ করা হয়নি।

ঘটনার জেরে ওয়ারসা আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্তত তিনটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে পোল্যান্ড ও ন্যাটোর যৌথ বিমান মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পোল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় এ ধরনের আক্রমণ সরাসরি জোটের নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে ব্রিফিং পেয়েছে বলে জানানো হয়েছে।