ব্রেকিং নিউজ :
রেকর্ড গড়লো জাপান, প্রায় এক লাখ মানুষ শতবর্ষী
জাপানে শতবর্ষীদের সংখ্যা রেকর্ড ভেঙে প্রায় এক লাখে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসে ৯৯ হাজার ৭৬৩ জনের বয়স ১০০ বছরের বেশি। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী।
জাপান বিশ্বের দীর্ঘায়ু দেশগুলোর মধ্যে অন্যতম। এখানকার মানুষ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত জীবনযাত্রার কারণে সাধারণত দীর্ঘজীবী হন। বর্তমানে জাপানের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ১১৪ বছর বয়সী শিগেকো কাগাওয়া, আর সবচেয়ে প্রবীণ পুরুষ হলেন ১১১ বছরের কিয়োটাকা মিজুনো।
১৯৬৩ সালে প্রথমবারের মতো জরিপ চালু হলে মাত্র ১৫৩ জন শতবর্ষী ছিলেন। কিন্তু এরপর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়ে ১৯৮১ সালে এই সংখ্যা ১ হাজার, ১৯৯৮ সালে ১০ হাজার এবং এখন প্রায় এক লাখে পৌঁছেছে।