ব্রেকিং নিউজ :
লাদাখে দুর্ঘটনায় পড়লেন সালমান খান, পিছিয়ে গেল ছবির কাজ
বলিউড সুপারস্টার সালমান খান নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রায় দেড় মাস ধরে ভারতের লাদাখ অঞ্চলে ছবিটির শুটিং চলছিল।
শুটিং চলাকালে একটি ফাইটিং দৃশ্যে দুর্ঘটনায় পড়েন সালমান। বেশ কিছু চোট পেলেও দৃশ্যটির কাজ শেষ করেন তিনি।
লাদাখের কনকনে ঠান্ডা ও অক্সিজেন সংকটপূর্ণ পরিবেশে শুটিংয়ের কারণে শারীরিক চাপে পড়েন সালমান। এজন্য সাময়িক বিরতি নিতে হচ্ছে তাকে, যার ফলে শুটিং সূচিও পিছিয়ে গেছে।
ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত ফার্স্ট লুকে সালমানের লড়াকু অবতার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।