ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

শনিবার ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাতে (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে সামনে রেখে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে সংস্কার ও পিআর ভিত্তিক নির্বাচনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে একটি সমন্বিত মতামত গড়ে তোলা হয়েছে, যা এ মহাসমাবেশের মাধ্যমে শক্তিশালীভাবে উপস্থাপন করা হবে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাস, লঞ্চ এবং ট্রেনযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

সমাবেশে নির্বাচনী সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, অনেক শীর্ষ রাজনৈতিক নেতা সেখানে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশ শুরু হবে সকাল ১০টায়। দুপুর ২টায় মূলপর্বে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি সভার সভাপতিত্ব করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
১১৪ বার পড়া হয়েছে

শনিবার ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাতে (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে সামনে রেখে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে সংস্কার ও পিআর ভিত্তিক নির্বাচনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে একটি সমন্বিত মতামত গড়ে তোলা হয়েছে, যা এ মহাসমাবেশের মাধ্যমে শক্তিশালীভাবে উপস্থাপন করা হবে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাস, লঞ্চ এবং ট্রেনযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

সমাবেশে নির্বাচনী সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, অনেক শীর্ষ রাজনৈতিক নেতা সেখানে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশ শুরু হবে সকাল ১০টায়। দুপুর ২টায় মূলপর্বে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি সভার সভাপতিত্ব করবেন।