ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

শনিবার ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাতে (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে সামনে রেখে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে সংস্কার ও পিআর ভিত্তিক নির্বাচনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে একটি সমন্বিত মতামত গড়ে তোলা হয়েছে, যা এ মহাসমাবেশের মাধ্যমে শক্তিশালীভাবে উপস্থাপন করা হবে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাস, লঞ্চ এবং ট্রেনযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

সমাবেশে নির্বাচনী সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, অনেক শীর্ষ রাজনৈতিক নেতা সেখানে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশ শুরু হবে সকাল ১০টায়। দুপুর ২টায় মূলপর্বে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি সভার সভাপতিত্ব করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
১০৩ বার পড়া হয়েছে

শনিবার ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার রাতে (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে জানানো হয়, জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে সামনে রেখে ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে সংস্কার ও পিআর ভিত্তিক নির্বাচনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে একটি সমন্বিত মতামত গড়ে তোলা হয়েছে, যা এ মহাসমাবেশের মাধ্যমে শক্তিশালীভাবে উপস্থাপন করা হবে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাস, লঞ্চ এবং ট্রেনযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।

সমাবেশে নির্বাচনী সংস্কার এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান গ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, অনেক শীর্ষ রাজনৈতিক নেতা সেখানে উপস্থিত থাকবেন।

মহাসমাবেশ শুরু হবে সকাল ১০টায়। দুপুর ২টায় মূলপর্বে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি সভার সভাপতিত্ব করবেন।