ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

শাকিব খানকে ঘিরে বাবা দিবসে অপু ও বুবলীর আবেগঘন পোস্ট

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বাবা দিবস, আর এই বিশেষ দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান উঠে এলেন দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে।

দিনের শুরুতে অপু বিশ্বাস একটি হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, শাকিব খান মনোযোগ দিয়ে শুনছেন তাদের ছেলের গান। পেছন থেকে অপু তার প্রশংসা করেন, আর সন্তানের গায়কীতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাকিব। তিনি হাসিমুখে বলেন, “ভেরি গুড” এবং করতালি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা পবিত্রতা আর ভালোবাসায় পূর্ণ। এই বাবা-ছেলের সম্পর্ক যেন সবসময় ভালোবাসায় ভরা থাকে।”

অপুর পোস্টের ঠিক ২১ মিনিট পর শবনম বুবলীও শেয়ার করেন একটি ভিডিও, যেখানে দেখা যায় শাকিব খানের কক্ষে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কাটছে তার এক স্নেহময় মুহূর্ত।

ভিডিওতে বাবা-ছেলের খুনসুটি ধরা পড়ে। শাকিব মজা করে বলেন, “তোমার বাবা কে?” বা “আমরা কোনো গ্রুপের মালিক”—এইসব মজার কথায় ছেলেকে আনন্দ দিচ্ছেন তিনি। এ সময় বুবলীও ভিডিও করছেন এবং বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” বীর বাবাকে ‘পাপ্পা’ দেয়ার পর শাকিবও ছেলেকে একের পর এক আদর দেন।

বুবলী ভিডিওর সঙ্গে লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার স্নেহ সন্তানের হৃদয়ে গভীর ছাপ ফেলে। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৫১ বার পড়া হয়েছে

শাকিব খানকে ঘিরে বাবা দিবসে অপু ও বুবলীর আবেগঘন পোস্ট

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বাবা দিবস, আর এই বিশেষ দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান উঠে এলেন দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে।

দিনের শুরুতে অপু বিশ্বাস একটি হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, শাকিব খান মনোযোগ দিয়ে শুনছেন তাদের ছেলের গান। পেছন থেকে অপু তার প্রশংসা করেন, আর সন্তানের গায়কীতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাকিব। তিনি হাসিমুখে বলেন, “ভেরি গুড” এবং করতালি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা পবিত্রতা আর ভালোবাসায় পূর্ণ। এই বাবা-ছেলের সম্পর্ক যেন সবসময় ভালোবাসায় ভরা থাকে।”

অপুর পোস্টের ঠিক ২১ মিনিট পর শবনম বুবলীও শেয়ার করেন একটি ভিডিও, যেখানে দেখা যায় শাকিব খানের কক্ষে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কাটছে তার এক স্নেহময় মুহূর্ত।

ভিডিওতে বাবা-ছেলের খুনসুটি ধরা পড়ে। শাকিব মজা করে বলেন, “তোমার বাবা কে?” বা “আমরা কোনো গ্রুপের মালিক”—এইসব মজার কথায় ছেলেকে আনন্দ দিচ্ছেন তিনি। এ সময় বুবলীও ভিডিও করছেন এবং বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” বীর বাবাকে ‘পাপ্পা’ দেয়ার পর শাকিবও ছেলেকে একের পর এক আদর দেন।

বুবলী ভিডিওর সঙ্গে লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার স্নেহ সন্তানের হৃদয়ে গভীর ছাপ ফেলে। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।”