ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি Logo ইসির ঘোষণায় প্রস্তুতি শেষ: আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ Logo যমুনা অভিমুখে বিক্ষোভে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর Logo নির্বাচন বাধাগ্রস্তে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম— ফখরুলের অভিযোগ Logo মার্কিন চাপের জবাবে উপকূলে নৌবহর মোতায়েন করলো ভেনেজুয়েলা Logo জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ Logo মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ Logo ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে Logo বিমান টিকিট জটিলতা নিরসনে জোর পদক্ষেপ চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

“শাহরুখ, রানি ও করণের জয় নিয়ে গৌরীর আবেগঘন বার্তা!”

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এই গৌরবময় মুহূর্তে আবেগে ভেসেছেন স্ত্রী গৌরী খান। সামাজিক মাধ্যমে শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার গর্বের অনুভূতি প্রকাশ করেছেন।

শুধু স্বামী শাহরুখ নয়, সেরা অভিনেত্রী রানি মুখার্জি এবং সেরা জনপ্রিয় ছবি জেতা করণ জোহরকেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরী। তিনজনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,

“আমার প্রিয় তিনজন মানুষ একসঙ্গে বিশাল জয় পেয়েছে, আর এর সঙ্গে জয় পেয়েছে আমাদের হৃদয়ও। প্রতিভা আর মানবিকতা যখন মিলে যায়, তখন জাদু তৈরি হয়। আমি সবসময়ই এদের নিয়ে গর্বিত।”

করণ জোহরের আবেগঘন প্রতিক্রিয়া

পুরস্কারের ঘোষণা আসার পর অভিনন্দন বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। করণ জোহরও আবেগ প্রকাশ করে লিখেছেন,

“শাহরুখ ভাই… ৩৩ বছরের এই যাত্রা তোমাকে আজ এই জায়গায় এনেছে। তুমি প্রতিটি চরিত্রে ভারতীয় সিনেমার নতুন সংজ্ঞা তৈরি করো। ‘জওয়ান’-সহ প্রতিটি কাজ তোমার অসাধারণত্বের প্রমাণ।”

রানিকে উদ্দেশ করে করণ আরও লেখেন,

“রানি, তোমার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। আবেগ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমার মতো খুব কম শিল্পীর আছে। তুমি সবসময়ই সেরা।”

কে কোন পুরস্কার জিতলেন?

  • শাহরুখ খান – সেরা অভিনেতা, ‘জওয়ান’ ছবির জন্য (দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়)।

  • বিক্রান্ত ম্যাসি – একই বিভাগে পুরস্কার ভাগ করে নিয়েছেন, ‘১২তম ফেল’ ছবির জন্য।

  • রানি মুখার্জি – সেরা অভিনেত্রী, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

  • করণ জোহর – সেরা জনপ্রিয় ছবি (সামগ্রিক বিনোদনের জন্য), ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য।

বলিউডের এই তিন তারকার একসঙ্গে সাফল্য ভক্তদের জন্যও আনন্দের মুহূর্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
৩১ বার পড়া হয়েছে

“শাহরুখ, রানি ও করণের জয় নিয়ে গৌরীর আবেগঘন বার্তা!”

আপডেট সময় ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এই গৌরবময় মুহূর্তে আবেগে ভেসেছেন স্ত্রী গৌরী খান। সামাজিক মাধ্যমে শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার গর্বের অনুভূতি প্রকাশ করেছেন।

শুধু স্বামী শাহরুখ নয়, সেরা অভিনেত্রী রানি মুখার্জি এবং সেরা জনপ্রিয় ছবি জেতা করণ জোহরকেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরী। তিনজনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন,

“আমার প্রিয় তিনজন মানুষ একসঙ্গে বিশাল জয় পেয়েছে, আর এর সঙ্গে জয় পেয়েছে আমাদের হৃদয়ও। প্রতিভা আর মানবিকতা যখন মিলে যায়, তখন জাদু তৈরি হয়। আমি সবসময়ই এদের নিয়ে গর্বিত।”

করণ জোহরের আবেগঘন প্রতিক্রিয়া

পুরস্কারের ঘোষণা আসার পর অভিনন্দন বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। করণ জোহরও আবেগ প্রকাশ করে লিখেছেন,

“শাহরুখ ভাই… ৩৩ বছরের এই যাত্রা তোমাকে আজ এই জায়গায় এনেছে। তুমি প্রতিটি চরিত্রে ভারতীয় সিনেমার নতুন সংজ্ঞা তৈরি করো। ‘জওয়ান’-সহ প্রতিটি কাজ তোমার অসাধারণত্বের প্রমাণ।”

রানিকে উদ্দেশ করে করণ আরও লেখেন,

“রানি, তোমার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। আবেগ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তোমার মতো খুব কম শিল্পীর আছে। তুমি সবসময়ই সেরা।”

কে কোন পুরস্কার জিতলেন?

  • শাহরুখ খান – সেরা অভিনেতা, ‘জওয়ান’ ছবির জন্য (দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয়)।

  • বিক্রান্ত ম্যাসি – একই বিভাগে পুরস্কার ভাগ করে নিয়েছেন, ‘১২তম ফেল’ ছবির জন্য।

  • রানি মুখার্জি – সেরা অভিনেত্রী, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

  • করণ জোহর – সেরা জনপ্রিয় ছবি (সামগ্রিক বিনোদনের জন্য), ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য।

বলিউডের এই তিন তারকার একসঙ্গে সাফল্য ভক্তদের জন্যও আনন্দের মুহূর্ত হয়ে উঠেছে।