শেখ হাসিনার মামলায় আজ নাহিদ ইসলামের জেরা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চে এ জেরা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা পরিচালনা করবেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছিলেন। সেদিন আংশিক জেরা শেষে ট্রাইব্যুনাল কার্যক্রম স্থগিত করে আজকের তারিখ নির্ধারণ করে।
এ মামলায় এখন পর্যন্ত ৪৭ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন মনে করছে, তদন্ত কর্মকর্তা ছাড়া আর নতুন কোনো সাক্ষী যোগ নাও হতে পারে। উল্লেখ্য, মামলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের নানা তথ্য উঠে এসেছে। শহীদ পরিবারগুলো অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।