ব্রেকিং নিউজ :
সালমান শাহর ৫৫তম জন্মদিন পালিত যশোরে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন উপলক্ষে যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে গাড়িখানা এলাকায় কেক কাটা, স্মৃতিচারণ সভা ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অসংখ্য ভক্ত অংশ নেন। রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সালমান শাহর মৃত্যু রহস্যের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন তদন্তের নামে প্রহসন চলছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভক্তরা দাবি জানান—হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুঁইয়া বলেন, সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন। তার স্মরণে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়।