সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্তে আর কোনো বাংলাদেশিকে হত্যা বা হামলার চেষ্টা হলে সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা আসবে। তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জ মানে কাস্তে হাতে মাঠে থাকা কৃষক। আমরা সেই কৃষকের সন্তান, আমাদের সীমান্ত আমরা নিজেরাই রক্ষা করবো।”
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “সীমান্তে ভারতের বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা ও গ্রেনেড ছুঁড়ছে। এই আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে, সেই সময় পেরিয়ে গেছে। যদি আবারও সীমান্তে এমন ঘটনা ঘটে, আমরা লং মার্চে যাব।”
এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনার প্রসঙ্গ টেনে বলেন, “আমের রাজধানী বলা হলেও, এই অঞ্চলের আম রপ্তানিতে সরকারের কোনো বাস্তব পদক্ষেপ ছিল না। একইভাবে বিখ্যাত রেশম শিল্পও বিলুপ্তির পথে, কিন্তু তা রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি।” তিনি আন্তঃনগর ট্রেন চালুর দাবিকে পূর্ণ সমর্থন জানান।
নাহিদ আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের বাস্তবায়ন।