সীমান্ত হত্যা-মানবপাচার ঠেকাতে বিজিবি-বিএসএফ আলোচনা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নানা ইস্যু নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বেনীপুর সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, ৫৮ বিজিবি ও ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে এ কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে বিজিবির পক্ষে ১০ জন এবং বিএসএফের পক্ষে কমান্ড্যান্ট মুগনথানসহ ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনায় সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার প্রতিরোধ, পুশইন রোধ, মাদক চোরাচালান দমন এবং দুই দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠক শেষে উভয় পক্ষের সদস্যরা প্রায় দুই কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় একসাথে হেঁটে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।