সুন্দরবনে রুদ্ধশ্বাস অভিযান: অস্ত্রসহ দুই ডাকাত ধরা
মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মোংলার কোস্ট গার্ডের একটি টিম শরবতখালী এলাকায় অভিযান চালায়। শিবসা নদীর তীরে ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে একদল ডাকাত। সতর্কতামূলকভাবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের থামানো হয়।
পরে আটক করা হয় খুলনার পাইকগাছা উপজেলার দুই বাসিন্দা—বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা সুন্দরবনের কুখ্যাত “আসাবু বাহিনী”র সক্রিয় সদস্য ও সহযোগী বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার করা হয় ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড খালি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি এবং অস্ত্র সরবরাহে যুক্ত ছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এমন অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।