সুশান্তের পর এবার কার্তিক আরিয়ানকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, সরব অমল মালিক
বলিউডে আবারও আলোচনায় এসেছে স্বজনপ্রীতি ও ক্ষমতার দাপট। সংগীত পরিচালক অমল মালিক সম্প্রতি মন্তব্য করেছেন, বলিউডে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই অভিনেতা কার্তিক আরিয়ানকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এক সাক্ষাৎকারে অমল জানান, কার্তিক আরিয়ানকে বাদ দেওয়ার জন্য একদল প্রভাবশালী প্রযোজক ও অভিনেতা সক্রিয়ভাবে কাজ করছে। বলিউডের ভেতরের অন্ধকার দিক এখন অনেকটাই উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, ‘‘এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে এখানে কারো জীবনও নিরাপদ নয়। সুশান্ত সেই অন্ধকারের শিকার হয়েছিলেন। অনেকে বলেন আত্মহত্যা, আবার কেউ বলেন হত্যা — কিন্তু বাস্তবতা হলো, সে এখন আর নেই।’’
অমল মালিক দাবি করেন, এক সময় বলিউডের প্রভাবশালী প্রযোজকরা সুশান্ত সম্পর্কে বলেছিলেন, ‘এই ছেলেটাকে শেষ করে দিতে হবে।’ ধাপে ধাপে মানসিক চাপে তাকে ভেঙে ফেলা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
কার্তিক আরিয়ানের প্রসঙ্গে অমল বলেন, ‘‘কার্তিক ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা একজন প্রতিভাবান অভিনেতা, নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে জায়গা তৈরি করেছে। সফল সিনেমা উপহার দিয়েছে। আর সে কারণেই এখন তাকে ঘিরে অপচেষ্টা চলছে।’’
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মরদেহ মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। যদিও পুলিশ প্রথমে আত্মহত্যার কথা জানিয়েছিল, এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা ও প্রশ্ন। মৃত্যুর আগে সুশান্ত বেশ কিছু চলচ্চিত্র থেকে বাদ পড়েছিলেন এবং বলিউডের একটি গোষ্ঠীর ‘বয়কট’-এর শিকার হন বলেও অভিযোগ রয়েছে।