ব্রেকিং নিউজ :
সেনার পোশাকে সালমান খান, ভাইরাল লাদাখের ছবি
বলিউড সুপারস্টার সালমান খান এখন লাদাখে শুটিং করছেন তার নতুন সিনেমা ব্যাটল অব গালওয়ান-এর জন্য। ছবিতে তিনি অভিনয় করছেন কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে। সামরিক পোশাকে সালমানের কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবির গুরুত্বপূর্ণ শুটিং চলছে লেহ ও লাদাখে। আগামী কয়েক সপ্তাহ ধরে ছবির ক্লাইম্যাক্স অংশ ধারণ করা হবে বলে জানা গেছে। এর আগে সালমান নিজেও ইনস্টাগ্রামে রক্তমাখা লুকের একটি ছবি শেয়ার করেছিলেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
টিজার মুক্তির পর থেকেই সালমানের নতুন এই লুক দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগ ও বীরত্বের ছাপ ফেলেছে। চরিত্র ফুটিয়ে তুলতে তাকে বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে।