ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্টারবাকসকে হারিয়ে জিতল করাচির সাত্তার বকশ

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

করাচির কফি শপ ‘সাত্তার বকশ’ বিশ্বখ্যাত স্টারবাকসকে দীর্ঘ আইনি লড়াইয়ে হারিয়ে আলোচনায় এসেছে। নাম ও লোগোর মিলকে কেন্দ্র করে মামলা হলেও শেষ পর্যন্ত আদালত সাত্তার বকশের পক্ষে রায় দেয়।

২০১৩ সালে যাত্রা শুরু করা এই ক্যাফে তাদের অভিনব নাম, ভিন্নধর্মী লোগো ও সৃজনশীল মেনুর কারণে দ্রুত পরিচিতি পায়। তাদের লোগোতে সবুজ রঙে গোঁফওয়ালা এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়, যা স্টারবাকসের লোগো থেকে ভিন্ন।

স্টারবাকস অভিযোগ করেছিল, নাম ও ডিজাইনে মিল থাকায় ট্রেডমার্ক আইন ভঙ্গ হয়েছে। তবে সাত্তার বকশ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে এসেছে এটি নকল নয়, বরং স্থানীয় সংস্কৃতিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা।

১২ বছর ধরে চলা আইনি লড়াই শেষে অবশেষে রায় আসে সাত্তার বকশের পক্ষে, যা স্থানীয় সৃজনশীলতার এক বিরল জয় হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৬ বার পড়া হয়েছে

স্টারবাকসকে হারিয়ে জিতল করাচির সাত্তার বকশ

আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

করাচির কফি শপ ‘সাত্তার বকশ’ বিশ্বখ্যাত স্টারবাকসকে দীর্ঘ আইনি লড়াইয়ে হারিয়ে আলোচনায় এসেছে। নাম ও লোগোর মিলকে কেন্দ্র করে মামলা হলেও শেষ পর্যন্ত আদালত সাত্তার বকশের পক্ষে রায় দেয়।

২০১৩ সালে যাত্রা শুরু করা এই ক্যাফে তাদের অভিনব নাম, ভিন্নধর্মী লোগো ও সৃজনশীল মেনুর কারণে দ্রুত পরিচিতি পায়। তাদের লোগোতে সবুজ রঙে গোঁফওয়ালা এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়, যা স্টারবাকসের লোগো থেকে ভিন্ন।

স্টারবাকস অভিযোগ করেছিল, নাম ও ডিজাইনে মিল থাকায় ট্রেডমার্ক আইন ভঙ্গ হয়েছে। তবে সাত্তার বকশ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে এসেছে এটি নকল নয়, বরং স্থানীয় সংস্কৃতিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা।

১২ বছর ধরে চলা আইনি লড়াই শেষে অবশেষে রায় আসে সাত্তার বকশের পক্ষে, যা স্থানীয় সৃজনশীলতার এক বিরল জয় হিসেবে দেখা হচ্ছে।