স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, রাজধানীতে মশাল মিছিল
রাজধানীতে মশাল মিছিল করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাম্প্রতিক মিটফোর্ড এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ সারাদেশে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, ভূমি দখল, সহিংসতা ও হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই মশাল মিছিল।
সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।”
নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এমন রাজনৈতিক আচরণ দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলে তারা হুঁশিয়ারি দেন।
তারা আরও বলেন, দলীয় রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাস, খুন ও চাঁদাবাজি বাড়ছে। এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।