ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত Logo ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: আইন উপদেষ্টা Logo মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি: জামায়াত আমির Logo মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির Logo বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১২ জুলাই) Logo আল জাজিরার প্রতিবেদন: শেখ হাসিনার পতনে ভূমিকা রাখা র‍্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে? Logo হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে Logo নারী ফুটবলের উত্থানেও ফাঁকা গ্যালারি—কার দায় সাফ না বাফুফের? Logo “নিরপেক্ষ ইসি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়”: যশোরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

হাসপাতাল থেকে ভিডিও বার্তায় রাকিব হাসান: ভাগ্নে সাকিবের জন্য দোয়া চাইলেন

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র নির্মাতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান বর্তমানে প্যানক্রিয়াটিসে আক্রান্ত হয়ে খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি তার শারীরিক অবস্থা এবং হাসপাতালে অবস্থানকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় রাকিব জানান, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তবে তার ভাগ্নে সাকিব, যিনি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন।

ভিডিও বার্তায় রাকিব বলেন,

“আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। দেশ-বিদেশের যারা আমার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“তারা আমাকে যথাসাধ্য ভালোভাবে চিকিৎসা দিয়েছেন।”

রাকিব আরও বলেন,

“আমার সহকর্মীরা সবসময় পাশে থেকেছেন। তবে আমার ভাগ্নে সাকিব এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমরা আগের মতো কাজ শুরু করতে পারি।”

উল্লেখ্য, রাকিব ২০১৮ সালে “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি” নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন। হাস্যরসাত্মক ছোট ছোট জীবনের ঘটনাকে উপস্থাপন করে তিনি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি, তিনি একজন লেখক হিসেবেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৩ বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে ভিডিও বার্তায় রাকিব হাসান: ভাগ্নে সাকিবের জন্য দোয়া চাইলেন

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র নির্মাতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান বর্তমানে প্যানক্রিয়াটিসে আক্রান্ত হয়ে খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি তার শারীরিক অবস্থা এবং হাসপাতালে অবস্থানকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় রাকিব জানান, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তবে তার ভাগ্নে সাকিব, যিনি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন।

ভিডিও বার্তায় রাকিব বলেন,

“আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। দেশ-বিদেশের যারা আমার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“তারা আমাকে যথাসাধ্য ভালোভাবে চিকিৎসা দিয়েছেন।”

রাকিব আরও বলেন,

“আমার সহকর্মীরা সবসময় পাশে থেকেছেন। তবে আমার ভাগ্নে সাকিব এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমরা আগের মতো কাজ শুরু করতে পারি।”

উল্লেখ্য, রাকিব ২০১৮ সালে “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি” নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন। হাস্যরসাত্মক ছোট ছোট জীবনের ঘটনাকে উপস্থাপন করে তিনি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি, তিনি একজন লেখক হিসেবেও পরিচিত।