ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

হাসপাতাল থেকে ভিডিও বার্তায় রাকিব হাসান: ভাগ্নে সাকিবের জন্য দোয়া চাইলেন

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র নির্মাতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান বর্তমানে প্যানক্রিয়াটিসে আক্রান্ত হয়ে খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি তার শারীরিক অবস্থা এবং হাসপাতালে অবস্থানকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় রাকিব জানান, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তবে তার ভাগ্নে সাকিব, যিনি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন।

ভিডিও বার্তায় রাকিব বলেন,

“আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। দেশ-বিদেশের যারা আমার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“তারা আমাকে যথাসাধ্য ভালোভাবে চিকিৎসা দিয়েছেন।”

রাকিব আরও বলেন,

“আমার সহকর্মীরা সবসময় পাশে থেকেছেন। তবে আমার ভাগ্নে সাকিব এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমরা আগের মতো কাজ শুরু করতে পারি।”

উল্লেখ্য, রাকিব ২০১৮ সালে “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি” নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন। হাস্যরসাত্মক ছোট ছোট জীবনের ঘটনাকে উপস্থাপন করে তিনি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি, তিনি একজন লেখক হিসেবেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৯০ বার পড়া হয়েছে

হাসপাতাল থেকে ভিডিও বার্তায় রাকিব হাসান: ভাগ্নে সাকিবের জন্য দোয়া চাইলেন

আপডেট সময় ১০:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র নির্মাতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান বর্তমানে প্যানক্রিয়াটিসে আক্রান্ত হয়ে খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি তার শারীরিক অবস্থা এবং হাসপাতালে অবস্থানকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় রাকিব জানান, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তবে তার ভাগ্নে সাকিব, যিনি একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন।

ভিডিও বার্তায় রাকিব বলেন,

“আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেকটাই ভালো আছি। দেশ-বিদেশের যারা আমার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি খুলনার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“তারা আমাকে যথাসাধ্য ভালোভাবে চিকিৎসা দিয়েছেন।”

রাকিব আরও বলেন,

“আমার সহকর্মীরা সবসময় পাশে থেকেছেন। তবে আমার ভাগ্নে সাকিব এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমরা আগের মতো কাজ শুরু করতে পারি।”

উল্লেখ্য, রাকিব ২০১৮ সালে “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি” নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন। হাস্যরসাত্মক ছোট ছোট জীবনের ঘটনাকে উপস্থাপন করে তিনি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি, তিনি একজন লেখক হিসেবেও পরিচিত।