ব্রেকিং নিউজ :
হেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, তিনদিন পর মিললো মরদেহ
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তিনদিন পর এক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন বাকি সাতজন। খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
উদ্ধারকারীরা হেলিকপ্টার থেকে প্রায় ১০০ মিটার দূরে মরদেহটি খুঁজে পান। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়, তবে তদন্ত শুরু হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ কালিমান্তান প্রদেশের এক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি, যার গন্তব্য ছিল পালংকারায়া শহর। উড্ডয়নের মাত্র আট মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারে মোট আটজন যাত্রী ছিলেন, যার মধ্যে তিনজন বিদেশি নাগরিক—যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের।
দুর্ঘটনার পর পাঁচটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। স্থানীয় স্বেচ্ছাসেবী ও বাসিন্দারাও যোগ দিয়েছেন এ তল্লাশি অভিযানে।