ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মী পিটিয়ে আহত, পালাতে গিয়ে গুলি ছোড়ে হামলাকারীরা

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে দুই বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া দিলে তারা গুলি চালিয়ে পালিয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দাউদখালীর নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের পরিবারের কয়েকজন আগে থেকেই বিএনপির স্থানীয় নেতা কুদ্দুস আলী বিশ্বাসের ঘনিষ্ঠ ছিলেন। তবে সম্প্রতি দলের কিছু কর্মী অভিযোগ করেন, ওই পরিবার আওয়ামী আমলে তাদের নির্যাতন করেছিল। এরপর বিএনপি পক্ষ থেকে সিদ্ধান্ত হয়—এই পরিবারগুলো আর দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবে না।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের অনুসারীরা দাউদখালী গ্রামে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা স্থানীয় আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় গ্রামবাসী প্রতিরোধ করলে এক হামলাকারী পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয়রা দুইজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ বার পড়া হয়েছে

বিএনপি কর্মী পিটিয়ে আহত, পালাতে গিয়ে গুলি ছোড়ে হামলাকারীরা

আপডেট সময় ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে দুই বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া দিলে তারা গুলি চালিয়ে পালিয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দাউদখালীর নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের পরিবারের কয়েকজন আগে থেকেই বিএনপির স্থানীয় নেতা কুদ্দুস আলী বিশ্বাসের ঘনিষ্ঠ ছিলেন। তবে সম্প্রতি দলের কিছু কর্মী অভিযোগ করেন, ওই পরিবার আওয়ামী আমলে তাদের নির্যাতন করেছিল। এরপর বিএনপি পক্ষ থেকে সিদ্ধান্ত হয়—এই পরিবারগুলো আর দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবে না।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের অনুসারীরা দাউদখালী গ্রামে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা স্থানীয় আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় গ্রামবাসী প্রতিরোধ করলে এক হামলাকারী পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয়রা দুইজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।