ব্রেকিং নিউজ :
প্রিয় কুকুর হারিয়ে শহরজুড়ে মাইকিং
কিশোরগঞ্জ শহরে নিজের পোষা কুকুর হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোর মেলার বাসিন্দা অনুকূল কান্তি তরফদার। প্রিয় কুকুর ‘কালু’-কে খুঁজে পেতে তিনি শহরজুড়ে মাইকিংও করেছেন।
মাইকিংয়ে বলা হচ্ছে, “কালুর গায়ের রং কালো, গলায় সাদা পশমের দাগ ও বেল্ট রয়েছে। কেউ দেখে থাকলে অনুগ্রহ করে জেলা প্রশাসকের নেজারত শাখায় খবর দিন।”
অনুকূল বলেন, “কালু শুধু কুকুর নয়, পরিবারের একজন সদস্য। চার বছর ধরে একসঙ্গে আছি। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হারিয়ে যায়।”
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”