ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র-মালয়েশিয়া নতুন বাণিজ্যচুক্তি সই
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সই করেন। এর মাধ্যমে প্রযুক্তি, অর্ধপরিবাহী শিল্প, নিরাপত্তা ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উভয় নেতা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। বর্তমানে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার, যার বার্ষিক লেনদেন ৭১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
















